১০১টি বই দিয়ে ঘর বাঁধলেন কবি নিখিল নওশাদ » Nagorik News: :: নাগরিক প্রতিবেদন :: বিয়ের দেনমোহর হিসেবে ১০১টি বই দিয়ে ভালবাসার মানুষ সান্ত্বনা খাতুনকে বিয়ে করে ঘর বাঁধলেন কবি নিখিল নওশাদ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোশাইবাড়ি কাজি অফিসে আলোচিত এ বিয়ের কাজ সম্পন্ন করে নিখি। নিখিল বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামের শামছুল হকের ছেলে । সান্ত্বনা সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।
Comments
Post a Comment