থেমে গেল ‘ফেড এক্সপ্রেস’ » Nagorik News

থেমে গেল ‘ফেড এক্সপ্রেস’ » Nagorik News: :: নাগরিক প্রতিবেদন :: বিদায় বললেন 'ফেড এক্সপ্রেস'। হয়ত এটাই ঠিক সময় মনে করেছেন। রজার ফেদেরার শীর্ষ পর্যায়ের টেনিস ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি মাসের শেষে লন্ডনে অনুষ্ঠিত লেভার কাপের পরে জুতো জোড়া ও টেনিস ব্যাট তুলে রাখবেন ২০ বারের একক গ্রান্ডস্লাম জয়ী এই ৪১ বছর বয়সী তারকা। ২০২১ সালের উইম্বলডনের পরে আর মাঠে নামেননি ফেদেরার।

Comments