আমাদের আলভীর লড়াই - Nagorik News: ডিগ্রিতে পড়ার সময়ই আলভী ওর বাবাকে হারায়। এমন বিপন্ন সময়েও হাল ছাড়েনি, মাঠ ছাড়েনি, লেখাপড়াও ছাড়েনি। বাবার অবর্তমানে সংসারের হাল ধরেছে, যথারীতি বিএ পরীক্ষায় অংশ নিয়ে পাশও করেছে। টার্গেট ছিল বিপিএড ডিগ্রিটা নেয়া।
Comments
Post a Comment