প্রিয় শিক্ষক জাকারিয়া কামাল - Nagorik News: আজকে দীর্ঘ সময় পার হয়ে এসে কর্মস্থলে অনেক বড় বড় নির্বাহীকেও দেখি অন্যকে দিয়ে টাই বাধাচ্ছেন, তখন গর্বে আমার বুক ফুলে উঠে কারন এই শ্রদ্ধেয় জাকারিয়া কামালের সৌজন্যে আমি ক্লাস সিক্সেই টাই বাঁধা শিখেছি। স্যার যখন প্যান্টের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে কথা বলতেন আমি অদ্ভুত হয়ে চেয়ে থাকতাম, একটি মানুষ এত সুন্দর করে এত মজা করে ইংরেজী বলেন কি ভাবে ? সামাজিক, রাজনৈতিক এবং কর্মজীবনে অনেক ইংরেজী জানা লোকের সান্নিধ্য পেয়েছি কিন্তু আরেকটি জাকারিয়া কামাল আমি খুঁজে পাইনি।
Comments
Post a Comment