ছেঁড়া কাথার স্বপ্ন - Nagorik News

ছেঁড়া কাথার স্বপ্ন - Nagorik News: অরুন নিজের ঘরে চলে গেলো আর অরুনিমা নিজের ঘর থেকে বের হতেই রাহেলা বেগমের কথার ফুলঝুরি শুরু হলো। অরুনিমা কিছু না বলে কাজে মন দিলো আর হাসতে লাগলো। মনে মনে ভাবছে,সবার জীবন এক রকম হয় না,সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। তাতে কি, নিজের মত করে পূরন না হওয়া সেই স্বপ্ন জেগে জেগে বা ঘুমিয়ে দেখেই ক্ষনিকের সেই আনন্দ নিয়েই বেচেঁ থাকার লড়াই চালিয়ে যাই আর দেখে যেতে থাকি আমার নিজের হাতে বোনা ছেঁড়া কাথার স্বপ্ন।

Comments